Last Updated on July 29, 2017 by Motu Group Team
২টেবিল চামচ ওটস পাউডার ম্যাজারমেন্ট চামচ দিয়ে মেপে নেয়া
২ টেবিল চামচ লাল আটা ম্যাজারমেন্ট চামচ দিয়ে মেপে নেয়া
পরিমান মত লবন
সামান্য পানি
আটা মাখিয়ে নিয়ে রুটির জন্য ভাগ করে নিয়ে বেলে নিয়েছি —
আমি বেলুন পিড়িতে রুটি বেলিনা — আমার কিচেনের
টাইলসের উপর রুটি বেলি দারুন ইজি & অনেক ভাল লাগে —- দাঁড়িয়ে বেলুন পিড়িতে রুটি বেলা ভুলে গেছি এই টাইলসের উপর এক্সপ্রেরিমেন্ট চালানোর পর থেকে —
সিরিয়াসলি বলছি বাসায় এমন ব্যাবস্থা থাকলে এক্সপ্রেরিমেন্ট চালিয়ে দেখতে পারো —-
ধন্যবাদ দিতে ইচ্ছা করবে গ্যারান্টিড
সাদা আটার চেয়ে লাল আটার রুটি ভাজতে সময় একটু বেশি লাগে। তবে ডায়েটে সাদা আটার চেয়ে ওটস/ লাল আটা বেশি ইফেক্টিভ— & আমার কাছে লাল আটার রুটির টেস্ট ও বেশি মনে হয় গরম গরম খেলে— আর পুস্টিগুনে ও সাদা আটার চেয়ে বেশি ভাল লাল আটা —-
প্রশ্ন থাকলে জিজ্ঞেস করবেন যতদুর জানি চেস্টা করবো উত্তর দেয়ার
#হ্যাপি_ডায়েটিং
Leave a comment