Last Updated on July 2, 2017 by Motu Group Team
আমার পথ চলার গল্প
পথটা শুরু করেছি জুন মাসের প্রথম সপ্তাহে রোজার মদ্ধে। ঠিক সেই সময়ে আমার সত্তিকারের এক বন্ধু এসে হাজির হল আমার জীবনে, যার অনুপ্রেরনা আর সাহসেই আমি আমার পথ চলা শুরু করেছি। আমার সেই বন্ধুটি আমাকে এই গ্রুপ এ add করল। এই গ্রুপটি আমাক এত কিছু দিয়েছে, এত কিছু দিয়েছে যে আমি বলেও শেষ করতে পারব না। এই গ্রুপ এ অন্যান্য মানুষের সফলতার গল্প আমাকে দারুণ ভাবে অনুপ্রানিত করে। পথটা শুরু করেছিলাম ৯৩ কেজি ওজন নিয়ে, আজ ৫ মাস পর ওজন এসে দাড়িয়েছে ৭৮ কেজিতে। ঝরিয়ে ফেললাম ১৫ কেজি। এখনও অনেকটা পথ চলা বাকি। এই গ্রুপকে সাথে নিয়ে বাকি পথটাও যেন চলতে পারি।
আমিও আমার Before-After ছবি দিয়ে দিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার লক্ষে পোউছাতে পারি
Leave a comment