Last Updated on June 30, 2017 by Motu Group Team
কিটোজেনিক ডায়েটে আছি ১ জানুয়ারি থেকে।
শুরু করেছি ৬৮.৮ কেজি দিয়ে
বর্তমান ওজন ৬৩.৮ কেজি।
৫৬ হতে চাই।
মাঝে ভাইয়ের বিয়ের জন্য একটু ফাকিবাজি করেছি।
এখন আবার করছি।
মোটিভেশন লাগবে।
আমার ওজনের মত আর কেউ কি আছে, যে এই ডায়েট করছে??? এক সাথে ওজন কমাই।
Leave a comment